Thursday, February 20, 2025

রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত: সভাপতি -বাবু ,সাধারণ সম্পাদক হিরণ

সজিবুর রহমানঃ  রাজবাড়ীতে দীর্ঘ ১৬ বছর পর উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অনলাইন বাংলা নিউজ টোয়েন্টিফোর ও বাংলাদেশের খবর পত্রিকার জেলা প্রতিনিধি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ।

দীর্ঘ ১৬ বছরের কমিটি কোন প্রকার নির্বাচন না দিয়ে ,নতুন সদস্য অন্তর্ভুক্তি না করে আওয়ামী দলীয় প্রভাবে সিলেকশনের মাধ্যমেই চলছিলো রাজবাড়ী প্রেসক্লাব । আর এতে ক্ষোভের সৃষ্টি হয়েছিলো সাংবাদিক মহলে। বহুদিন পর নির্বাচন হওয়ায় সাংবাদিক ও স্থানীয় জনমনে প্রফুল্লতা দেখা গেছে ।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নির্বাচন শেষে নির্বাচন কমিশনার এটিএম রফিক উদ্দিন এ ফলাফল ঘোষণা করেন।

রাজবাড়ী প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২৫-২৭) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সহ-সম্পাদক, অর্থ সম্পাদকসহ অন্যান্য পদে কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। নির্বাচনে সভাপতি পদে কাজী আব্দুল কুদ্দুস বাবু ৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু মুসা বিশ্বাস পেয়েছেন ৬ ভোট।

অপরদিকে ৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. মোশারফ হোসেন পেয়েছেন ৬ ভোট।

নির্বাচিত অন্যান্যরা হলেন- সহ-সভাপতি খোন্দকার আব্দুল মতিন (সাবেক সাধারণ সম্পাদক) , এম মনিরুজ্জামান, মিসেস কামরুন্নাহার, সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, মো. সাজিদ হোসেন, অর্থ সম্পাদক মো. মতিউর রহমান, ক্রীড়া সাহিত্য সম্পাদক আবুল কালাম আজাদ, মহিলা সম্পাদিকা মিসেস হাফিজা খাতুন, কার্য নির্বাহী সদস্য অ্যাডভোকেট খান মো. জহুরুল হক (সাবেক সভাপতি) , এটিএম রফিক উদ্দিন, আবু মুসা বিশ্বাস, মোশারফ হোসেন, এম দেলোয়ার হোসেন, রিমন রহমান, নূরে আলম সিদ্দিকী হক।

নব-নির্বাচিত সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও সাধারণ সম্পাদক মুহাম্মদ শহীদুল ইসলাম হিরণ প্রেসক্লাবের সব সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নব নির্বাচিত সভাপতি আব্দুল কুদ্দুস বাবু বলেন, সুষ্ঠু ভোটগ্রহণের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছেন। আগামীতে জেলার পেশাদার সাংবাদিকদের সঙ্গে নিয়ে চলতে চান। নতুন পেশাদার সাংবাদিক প্রেসক্লাবের সদস্য অন্তর্ভুক্ত করে একটি আধুনিক প্রেসক্লাব হবে রাজবাড়ী প্রেসক্লাব । ‘

উল্লেখ্য, ফেসিস্ট সরকার পতনের পর রাজবাড়ী প্রেসক্লাবের নির্বাচনের দাবী ও সদস্য অন্তর্ভুক্ত করে অবাধ নিরপেক্ষা নির্বাচনের দাবী তুলে রাজবাড়ী জেলা প্রশাসকের নিকট স্বারকলিপি দিয়েছিলো তৃণমূল রাজবাড়ীর সাংবাদিক সমাজ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here