Wednesday, January 22, 2025

রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন, কোন ইউনিয়নে কে কত ভোট পেলেন ?

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ 

রাজবাড়ী সদর উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে ২১মে মঙ্গলবার।
সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে ঘুরে দেখা গেছে প্রতিটি কেন্দ্রেই ভোটারের উপস্থিতি ছিলো খুবই কম।

রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী আনারস প্রতিকে ও সাবেক (ভারপ্রাপ্ত) উপজেলা চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল দোয়াতকলম প্রতীকে নির্বাচনে অংশ নেন।

নিম্নে তুলে ধরা হলো কোন চেয়ারম্যান প্রার্থী কোন ইউনিয়নে কত ভোট পেয়েছেনঃ

বরাট ইউনিয়ন —
আনারস-২১২২
দোয়াত কলম-১১৮৩

পাচুরিয়া ইউনিয়ন —–
আনারস-১৮৮৮
দোয়াত কলম-২৭৩

দাদশী ইউনিয়ন —
আনারস-২২৩৮
দোয়াত কলম-১০৩৭

শহীদওহাবপুর ইউনিয়ন —
আনারস-২১৬১
দোয়াত কলম-৮৯৮

চন্দনী ইউনিয়ন —
আনারস-২০২৪
দোয়াত কলম-৬৭৭

খানখানাপুর ইউনিয়ন —
আনারস-২২৩৬
দোয়াত কলম-৯১২

বাণীবহ ইউনিয়ন—–
আনারস-৪৯২৪
দোয়াত কলম-২৯২৯

মূলঘর ইউনিয়ন —–
আনারস-৩১৭৭
দোয়াত কলম-১৪৫৪

বসন্তপুর ইউনিয়ন —
আনারস- ৩৭১০
দোয়াত কলম-১১৮৪

সুলতানপুর ইউনিয়ন —
আনারস -২৪৯৭
দোয়াত কলম -৯৬০

আলিপুর ইউনিয়ন ——
আনারস-৫৭৭৫
দোয়াত কলম-১১৩৩

খানগঞ্জ ইউনিয়ন —–
আনারস- ১৯৫০
দোয়াত কলম -৩৩১

রামকান্তপুর ইউনিয়ন —
আনারস -১৫৫৫
দোয়াত কলম -১৪৩৩

মিজানপুর ইউনিয়ন —–
আনারস-৪৩৪২
দোয়াত কলম-১৯৭০

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here