Friday, May 23, 2025

রাজবাড়ী সদর হাসপাতাল সড়কের বেহাল দশা – মেরামতে আশ্বাস পৌর কর্তৃপক্ষের

স্টাফ রিপোর্টার: দীর্ঘদিন সংস্কারের অভাবে রাজবাড়ী পৌরসভার বেশিরভাগ সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। খানাখন্দে ভরা এসব সড়কে প্রায়ই ঘটছে ছোট বড় দূর্ঘটনা । সামান্য বৃষ্টিতেই শুরু হয় জলাবদ্ধতা । এতে চলাচলে দূর্ভোগ পোহাচ্ছেন সাধারণ মানুষ । জনদূর্ভোগ লাঘবে সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি পৌরবাসীর ।

রাজবাড়ী সদর হাসপাতাল সড়ক রাজবাড়ীর একটি গুরত্বপূর্ন প্রধান সড়ক , শিক্ষাপ্রতিষ্ঠান , হাসপাতাল, সিভিল সার্জনের কার্যালয়, ডায়গনষ্টিক সেন্টার, মসজিদ থাকায় এ সড়ক খুবই গুরুত্বপূর্ন ।

রাজবাড়ী পৌর কর্তৃপক্ষের দেওয়া তথ্য মতে পৌরসভার ১০৮ কিলোমিটারের মধ্যে ৬৮ কিলোমিটার সড়কের বেহাল দশা ।
সবশেষ ৮ বছর আগে তৃতীয় নগর পরিকল্পনা প্রকল্পের ইউজিআইআই থ্রি -এর আওতায় সংস্কার করা হয় কয়েকটি সড়ক । এরপর আর কোন কাজ করা হয় নি।

বিটুমিন আর খোয়া উঠে সড়কে সৃষ্টি হয়েছে খানাখন্দ ,এর সাথে জমে আছে বৃষ্টির পানি ,তাই ঝুঁকি নিয়েই চলছে যানবাহন। আর প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দূর্ঘটনা ।

এ বিষয়ে স্থানীয় ও যানবাহন চালকেরা দীর্ঘদিন ধরে এ রাস্তাটি বিভিন্ন যায়গায় গর্ত ,আর বৃষ্টি এলে পানি জমে থাকে । রোগী নিয়ে যাতায়াত করা যায় না । ডেলিভারি রোগী নিয়ে এ রাস্তায় গেলে পথেই ডেলিভারি হবার সম্ভাবনা রয়েছে ।

স্থানী মিঠু জানান, রাজবাড়ী শহরের অনেক গুরুত্বপূর্ন সড়ক এটি। ভোকেশনাল স্কুল, হাসপাতাল, সিভিল সার্জনের অফিস সগ গুরুত্বপূর্ন প্রতিষ্ঠানে যাতায়াতে মানুষের চরম ভোগান্তি হয়।

ইজিবাইক চালক মহির জানান, এর আগে এ রাস্তায় আমার গাড়ী উলটে গেছিলো। আমার পায়ের এখনোও ব্যাথা যায়নাই। এ রাস্তা টি কারোও যেন নজরে পরেনা। আমরা দাবি জানাই প্রশাসন যেন এ রাস্তা টি চলাচলের উপযোগী করে দেন । ‘

রাজবাড়ী শহরের গুরুত্বপূর্ন সড়ক এবং রাজবাড়ী হাসপাতাল সড়ক টি খুব দ্রুতই মেরামত করা হবে বলে জানিয়েছেন রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলাম । তিনি জানান, জনদূর্ভোগের কথা বিবেচনা করে আপাতত হাসপাতাল সড়কটি দ্রুত মেরামত করা হবে এবং বড় প্রকল্পের মাধ্যমে রাজবাড়ী হাসপাতাল, এতিমখানা সড়ক সহ ৩টি সড়কের উন্নয়নের কাজ করা হবে। ”

ভিডিও নিউজ লিংক – 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here