স্টাফ রিপোর্টারঃ রাজবাড়ী সরকারি কলেজের সদ্য পদায়নকৃত উপাধ্যক্ষ মো: হাবিবুর রহমানের পদায়ন বাতিল চেয়ে মানব বন্ধন ও স্বারকলিপি প্রদান করেছে কলেজের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা ।
সোমবার (৭জুলাই) দুপুরে রাজবাড়ী সরকারি কলেজ প্রাঙ্গণে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রজনতার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
কলেজের অনার্স এর রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী রাজীব মোল্লা সহ, তুষার ,রাসেল,আলতাফ প্রমুখ বক্তব্য রাখেন ও মানববন্ধনে স্লোগান দিতে থাকেন -আওয়ামীলীগের আস্তানা এই বঙ্গে হবে না । মুজিববাদের আস্তানা এই বঙ্গে হবে না । আওয়ামী দোসর হাবিবুর রহমানের পদায়ন বাতিল চাই বাতিল চাই ।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগের প্রত্যক্ষ দোসর মো: হাবিবুর রহমান ২০২৪ সালের ১৪জুলাই পর্যন্ত এ কলেজে থাকা অবস্থায় জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করেছেন। আওয়ামীলীগ ক্ষমতা থাকাকালীন বিভিন্ন জাতিয় দিবসে অন্য রাজনৈতিক দল গুলোকে নিয়ে খারাপ ভাষায় গালিগালাজ করেছেন। তাঁর ফেসবুক প্রোফাইলে এখনও শেখ বুজিব কে নিয়ে বিভিন্ন গুণবাচক লেখা রয়েছে। বেগম খালেদা জিয়াছাত্রী নিবাসের ছাত্রলীগ নেত্রীদের নিয়ম বহির্ভুতভাবে সিট বরাদ্দ দিতেন। রাজবাড়ী জেলা ছাত্রলীগের নেতাদের সাথে তাঁর নিবিড় সম্পর্ক বিদ্যমান। ২০১০ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৪ বছর রাজবাড়ীতে ছিলেন ,গত ২ জুলাই প্রফেসর মো: হাবিবুর রহমান কে উপাধ্যাক্ষ পদায়ন করে রাজবাড়ী সরকারি কলেজে পদায়ন করেছে শিক্ষা মন্ত্রণালয় । তাঁর রাজবাড়ী সরকারি কলেজের উপাধ্যাক্ষের খবরে ছাত্রলীগ নেতারা ফেসবুকে তাঁকে অভিনন্দন জানিয়েছে। আমরা আওয়ামীলীগের দোসর প্রফেসর মো: হাবিবুর রহমান কে রাজবাড়ী সরকারি কলেজের মত একটি বিদ্যাপীঠে দেখতে চাইনা। অবিলম্বে তাঁর পদায়ন বাতিলের দাবি জানাই ।
বক্তব্য শেষে উপস্থিত শিক্ষার্থীরা সরকারি কলেজের অধ্যক্ষ্য’র হাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর স্বারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা । এরপর রাজবাড়ী জেলা প্রশাসকের মাধ্যমেও সিনিয়র সচিব বরাবর স্বারকলিপি প্রদান প্রধান করা হয় । ”