স্টাফ রিপোর্টার: রাজবাড়ী শহরের গুরুত্বপূর্ন হাসপাতাল সড়কে বৃষ্টির পানিতে হাটু পরিমান পানি জমে রয়েছে। আর এ পানিতে যাতায়াতে দূর্ভোগের শিকার হচ্ছেন পথচারী ও যাত্রীরা । বৃষ্টির পানিতে বঁড়শি দিয়ে পারভেজ খান নামে এক ঔষদ ব্যাবসায়ীকে মাছ শিকার করতে দেখা গেছে হাসপাতাল সড়কে। দির্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে ভরা এসব সড়কে প্রায়ই ঘটছে দূর্ঘটনা।
বুধবার (৯জুলাই) সরজমিনে গিয়ে দেখাযায়, রাজবাড়ী দুই নং রেইলগেট এলাকা থেকে সদর হাসপাতাল সড়ক ও পাবলিক হেলথ মোড় থেকে সদর হাসপাতাল সড়ক পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে খানাকন্দরে পরিপূর্ন । কয়েকদিনের বৃষ্টির প্রভাবে সড়কের বিভিন্ন যায়গায় পানি জমে আছে । পানি যাতায়াতের যায়গা বা ড্রেন না থাকায় সড়কে জমে রয়েছে পানি । আর এই পানি উপেক্ষা করে হাসপাতালে আসা যাওয়া করতে বিপাকে পরতে হচ্ছে পথচারিদের । বিশেষ করে রোগীদের নিয়ে যাতায়াত করতে খুবই দূর্ভোগ পোহাতে হচ্ছে স্বজনদের।
ইজিবাইকে করে নিজের স্ত্রীকে নিয়ে হাসপাতালে আসছিলেন সদর উপজেলার বেলগাছি এলাকার সোবাহান। তিনি জানান, হাসপাতাল সড়কে পানির কারনে ইজিবাইক চালক আমাকে পাবলিক হেলথ মোড়ের সামনে নামিয়ে দিয়ে চলেগেছে। আমি হাসপাতালে হাটু পানি উপেক্ষা করে কিভাবে যাব? রিক্সা চালককে বললাম হাসপাতালের সামনে দিয়ে আসতে সে এইটুকু পথ ২০ টাকা চাচ্ছে। অপেক্ষা করছি কেউ যদি আরোও কম টাকায় যায় ।
হাসপাতাল সড়কের বেহাল দশা নিয়ে পথচারী মোজাহার বলেন, রাজবাড়ী পৌরসভার মধ্যে একটা সড়কও ভালো নাই। দুই নং রেলগেট এলাকা থেকে হাসপাতাল সড়ক পর্যন্ত বেশ কয়েকটি গর্ত । গতকাল সেগুনবাগিচার পাশে ইজিবাইক উলটে গেছে যাত্রী নিয়ে । আমরা চাই পৌরসভার পক্ষ থেকে যেন দ্রুত সংস্কারের কাজ করা হয়।
ইজিবাইক চালক ইব্রাহিম জানান, দুই নং রেলগেট থেকে হাসপাতাল সড়কে যে বড় বড় গর্ত ,আমাদের ইজিবাইক নিয়ে চলাচলে খুব কষ্ট করতে হয় । ইজিবাইকের অনেক ক্ষতি হয় ,আর রোগী নিয়ে যাতায়াত তো করা মুশকিল হয়ে যায়। গত সরকার এ রাস্তায় কোন কাজ ই করেনাই। গতকাল দেখছি ছাত্ররা ট্রাকে পচা ইটের খোয়া নিয়ে রাস্তা মেরামতে চেষ্টা করতেছে। কিন্তু এভাবে আর কতকাল। শহরের গুরুত্বপূর্ন সড়কে যায়গায় যায়গায় গর্ত ,পাশে এলাকার লোকজন লাল কাপড় দিয়ে বাঁশ বেধে রাখছে যেন রাতে কেউ গর্তে না পরে। আমাদের দাবি অনতিবিলম্বে শহরের এই গুরুত্বপূর্ন সড়ক মেরামত করা হোক।

পৌর সভারতথ্য অনুযায়ী, পৌর এলাকার ১০৮ কিলোমিটারের মধ্যে ৬৮ কিলোমিটার সড়কের বেহাল দশা । সবশেষ ১০ বছর আগে তৃতীয় নগর পরিকল্পনা ও অবকাঠামো উন্নতিকরন প্রকল্পের (ইউজিআইআইপি -৩ ) এর আওতায় সংস্কার করা হয় কয়েকটি সড়ক। এরপর আর কোন কাজ করা হয়নি । বিটুমিন আর খোয়া উঠে সৃষ্টি হয়েছে খানাখন্দ এসবে জমে আছে বৃষ্টির পানি তাই ঝুকি নিয়েই চলছে যানবাহন ।
এ বিষয়ে রাজবাড়ী পৌরসভার প্রশাসক মাজহারুল ইসলাম ( উপ -পরিচালক স্থানীয় সরকার ) জানান, রাজবাড়ী হাসপাতাল সড়কের ভোগান্তির বিষয়ে আমরা অবগত হয়েছি। পৌরসভার পক্ষ থেকে মেরামতের কাজ এ সপ্তাহে টেন্ডার হবে ,ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দেব । শুধু হাসপাতাল সড়কের মেরামতে কাজ হবে । আর বড় প্রকল্প আমাদের হাতে নেওয়া হয়েছে । পৌর শহরের তিনটি গুরুত্বপূর্ন সড়কের কাজ দ্রুত বাস্তবায়ন করা হবে। ”