Thursday, December 26, 2024

রাজবাড়ীতে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ী জেলা আওয়ামীলীগের আয়োজনে রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন  শেখ হাসিনার অব্যাহত উন্নয়ন বাধাগ্রস্থ করার জন্য বিএনপি-জামাত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে এবং বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শনিবার সকাল ১১টায় জেলার বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ সহ নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জড়ো হন। জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন , জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, সহ-সভাপতি ও সাবেক মেয়র মোহাম্মদ আলী চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মুলঘর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি,রাজবাড়ী জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি হাফিজুর রহমান, জেলা শ্রমিকলীগের সভাপতি রকিবুল ইসলাম পিন্টু প্রমুখ।

পরে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here