Sunday, January 5, 2025

রাজবাড়ীতে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • রাজবাড়ী প্রতিনিধিঃ “ পথ চলতে আঠারো যায় না থেমে ” এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যে দিয়ে দৈনিক আমাদের সময় পত্রিকার ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

সোমবার বিকাল ৫টায় রাজবাড়ী প্রেসক্লাবে হলরুমে পাঠক ফোরাম, রাজবাড়ীর আয়োজনে প্রেসক্লাবের সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতু। কালেরকন্ঠ ও একুশে টিভির প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইকবাল হাসান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খায়ের উদ্দিন আহম্মেদ, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. মোস্তফা মিঠু, সাধারণ সম্পাদক এ্যাড. বিজন কুমার বোস, সহ-সভাপতি ও জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাড. খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান, রাজবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, রাজবাড়ী জেলা বার এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. তসলিম আহম্মেদ তপন, সদস্য এ্যাড. রফিকুল ইসলাম, এ্যাড. সোহেল রানা। শুভেচ্ছা বক্তৃতা করেন, দৈনিক আমাদের সময়ের রাজবাড়ী প্রতিনিধি সোহেল রানা। এসময় উপস্থিত ছিলেন একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আসজাদ হোসেন আজু, দৈনিক খোলা কাগজের রাজবাড়ী জেলা প্রতিনিধি কবির হোসেন, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি শেখ রনজু আহম্মেদ, মানবকন্ঠের জেলা প্রতিনিধি প্রসেনজিৎ কুমার রায়, সময়ের কাগজের জেলা প্রতিনিধি মোঃ শহিদুল ইসলাম, দৈনিক আজকের দর্পনের জেলা প্রতিনিধি স্বপন কুমার বিশ্বাস, দৈনিক চিত্র’র জেলা প্রতিনিধি আবু সাঈদ, গোয়ালন্দ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, দৈনিক আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল,কালুখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, দৈনিক পথযাত্রার বিশেষ প্রতিনিধি আমিরুল হক, আমাদের সময়ের প্রাক্তন জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক রাজবাড়ী কন্ঠের বালিয়াকান্দি প্রতিনিধি সোহেল খান, আমাদের সময়ের গোয়ালন্দ প্রতিনিধি গোলাম মেহেদী হাসান, সমির কান্তি বিশ্বাস সহ বিভিন্ন পত্রিকার জেলা, উপজেলা প্রতিনিধি ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে সবাইকে সাথে নিয়ে ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন অতিথিরা।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here