রাজবাড়ী শহরের প্রান কেন্দ্রে অবস্থিত নান্নু টাওয়ারে অবস্থিত জেকা বাজার নামে মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি (এম এল এম) কে ২ লাখ টাকা জরিমানা ও একই সাথে সিলগালা করেছে রাজবাড়ী ভোক্তা অধিকার অধিদফতর।
২শরা নভেম্বর ( মঙ্গলবার) রাজবাড়ী ভোক্তা অধিকার অধিদফতরের সহকারী পরিচালক শরীফুল ইসলাম অভিযান পরিচালনা করেন ।দুপুর ১থেকে ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় এনএস আই এর উপ পরিচালক মোঃ শরিফুল ইসলাম সহ সদর থানার আইনশৃঙ্খলা বাহিনীর একটি অভিযানে উপস্থিত ছিলেন।
রাজবাড়ী ভোক্তা অধিদফতরের সহকারি পরিচালক শরীফুল ইসলাম জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এর অর্পিত ক্ষমতাবলে এবং রাজবাড়ী জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনায় শহরের নান্নু টাওয়ারে অবস্থিত এমএলএম কোম্পানি জেকা বাজারকে ভোক্তা সংরক্ষন আইনের ৩৭ ধারায় ৫০ হাজার ও ৪৪ ধারায় দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এবং এমএলএম বা মাল্টি লেবেল কোম্পানি পরিচালনা করার দায়ে কোম্পানির কার্যালয় সিলগালা করা হয়।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে জেকা বাজার নামে এ কোম্পানী মোবাইলে এড দেখে টাকা আয়ের উৎস দেখিয়ে আই ডি বিক্রির নামে ব্যাবসা করে আসছিলো ।