Friday, December 27, 2024

রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালন

“মুজিব বর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি” এ স্লোগানকে সামনে রেখে রাজবাড়ীতে কমিউনিটি পুলিশিং ডে পালন করা হয়েছে।

এ উপলক্ষে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে দিবস টির উদ্ভোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান,জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আঃজব্বার, সিভিল সার্জন ডা.ইব্রাহীম টিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী প্রমুখ। পরে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যাআলী শহরের সড়ক প্রদক্ষিন করে আগের যায় এসে শেষ হয়।

পরে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের এমপি জিল্লুল হাকিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আঃ জব্বার, সিভিল সার্জন ডা.ইব্রাহীম টিটন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন। আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজবাড়ী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর। এ সময় জেলা পুলিশে অন্যান্য কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here