করোনা মোকাবিলায় দেশে চলমান কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে।কঠোর বিধিনিষেধের চতুর্থ দিনে জেলা প্রশাসনের সহকারি কমিশনার হাবিবুল্লাহ এবং শিবরাজ চৌধিরীর নেতৃত্বে ২৬শে জুলাই (সোমবার) বিকেলে জেলা শহরের বড়পুল, প্রধা সড়ক, রেলগেইট এলাকা সহ মুরগী ফার্ম এলাকা ও মাটিপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্য বিধি লংঘন এবং মাস্ক ব্যবহার না করায় ৬টি প্রতিষ্ঠানের মালিকগনকে দন্ড বিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৫হাজার ৪শত টাকা জরিমানা আরোপ করা হয়। এ সময় জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়।
অভিযানে জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য্য কুমার প্রামানিক, রাজবাড়ী সদর থানার এ এস আই রিক্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অভিযানে সহায়তা করে।