Wednesday, December 25, 2024

রাজবাড়ীতে ডিবি’র অভিযানে এক কেজি গাঁজা সহ মহিলা আটক

নিজস্ব প্রতিনিধিঃ  রাজবাড়ী জেলয়া গোয়েন্দা সংস্থা ডিবি’র অভিযানে এক কেজি গাঁজা সহ নাজমা আক্তার(৩৫) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এস আই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মফিজুল ইসলাম, সঙ্গীয় র্ফোস সহ সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের বিল নদীপুর এলাকায় অভিযান চালিয়ে ঘরের ভেতর থেকে এক কেজি গাঁজা সহ গ্রেফতার করেন। এ সময় গ্রেফতার নাজমার স্বামী মোঃ এনায়েত মোল্লাকে বাড়ীতে পাওয়া যায়নি।

রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা(ডিবি)’র ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার আসামী নাজমার বাড়ী থেকে গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। স্বামী স্ত্রী উভয়েই মিলে দীর্ঘদিন এলাকায় গাঁজার ব্যাবসা করছিলেন বলে আমাদের কাছে তথ্য রয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here