নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ী সদর উপজেলার ১০জন কৃষককে পাওয়ার টিলার চালিত সিডার প্রদান করা হয়েছে।
সমন্বিত খামার ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের উন্নয়ন সহায়তায় অর্ধেক ভর্তুকির আওতায় রাজবাড়ী সদর উপজেলায় বীজ বোপন ও চাষাবাদ যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।রাজবাড়ী সদর উপজেলায় এ আওতায় ১০ জন কৃষককে পাওয়ার টিলার চালিত সিডার দেওয়া হয়েছে ।
১৩ জুন (সোমবার) বিকেলে সদর উপজেলা কার্যালয়েরর সামনে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষকদের হাতে পাওয়ার টিলার চালিত সিডার তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন,রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী। রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মার্জিয়া সুলতানা , সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান মোঃ রকিবুল হাসান (পিয়াল),সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বাহাউদ্দিন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা।