Friday, January 24, 2025

রাজবাড়ীতে নানা আয়োজনে পালিত হলো শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন

নিজস্ব প্রতিবেদকঃ “শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক”

“শেখ রাসেল দিবস ২০২২” উদযাপনের অংশ হিসেবে ১৮ অক্টোবর( মঙ্গলবার) রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে যথাযথ মর্যাদায় পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান।

 

সকাল ৮:৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্না রানী সাহা সহ জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পুলিশ, সিভিল সার্জনের কার্যালয়সহ জেলার সকল সরকারি দপ্তর, রাজনৈতিক সংগঠন, স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও অন্যান্যরা যথাযথ মর্যাদায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

পুরষ্কার বিতরণ

এরপর সকাল ৮:৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ,দোয়া ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শেখ রাসেল দিবস ২০২২ উপলক্ষ্যে রাজবাড়ী সরকারি শিশু পরিবারের শিশুদের নিয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here