Friday, December 27, 2024

নির্মাণাধীন ব্রীজে ধাক্কা লেগে কুষ্টিয়ার ২ মোটরসাইকেল আরোহী নিহত 

  • রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা কলেজ মোড় এর আগে  সড়ক দুর্ঘটনায় রাকিব হোসেন (৩৭) ও মুক্তার (৪০) নামের দুইজনের ঘটনা স্থলে মৃত্যু হয়েছে।গতকাল বুধবার (২৫ আগস্ট) রাত সাড়ে ১২ টার দিকে কলেজ মোড় এর আগে নির্মাণাধীন ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাকিব হোসেন কুষ্টিয়া সদর উপজেলার মৃত খালেক মিয়ার ছেলে এবং নিহত মুক্তার কুষ্টিয়া সদরের হাউজিং এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।

জানাযায়, মোটরসাইকেল যোগে ঢাকা – কুষ্টিয়া যাবার সময় রাকিব ও মুক্তার পাংশা কলেজ মোড় এলাকায় নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। ঠিক একই সময় পেছন থেকে আসা একটি দ্রুতগতির যান তাদের চাপা দেয়।এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

পাংশা ফায়ার সার্ভিসের স্টেশন সূত্রে জানাগেছে, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। এরপর মরদেহ দুটি পুলিশের কাছে হস্তান্তর করি। ধারণা করা হচ্ছে, তারা দুর্ঘটনার কবলে পড়লে পেছন থেকে একটি দ্রুতগতির একটি যান তাদের চাপা দিয়ে পালিয়ে যায়।

পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, রাতে বৃষ্টি হচ্ছিল। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলটি দ্রুতগতিতে চলায় নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায়। সে সময় পিছন থেকে দ্রুত গতির যান চাপা দিলে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।পরে ভোর বেলা স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, নির্মাণাধীন ব্রীজের আগে অনেক গর্ত রয়েছে। এর কিছুদিন  আগেও নির্মাণাধীন  ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে দুইজন মোটরসাইকেল আরোহী মারা গেছেন।নির্মাণাধীন কোন কাজ চললে সেখানে হলুদ রঙের কিছু দিয়ে চিহ্ন দেওয়া থাকে ,কিন্ত এখানে কোন চিহ্ন দেওয়া হয় নাই। এ কারনেই দুর্ঘটনা ঘটছে । আমি এ ব্যাপারে রাজবাড়ী সড়ক ও জনপদ এর নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। তিনি জানিয়েছেন ঠিকাদারের সাথে কথা বলেছি । সড়কে কাজ চলছে এমন ধরণের চিহ্ন বা সংকেত দেওয়ার জন্য।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here