Monday, December 23, 2024

রাজবাড়ীতে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদকঃ ২২শে জুলাই (শুক্রবার) বেলা ১১ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ রাজবাড়ী জেলা সফর করেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু কায়সার খান।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ভোক্তা ও জেলা দ্রব্যমূল্য মনিটরিং কমিটির সদস্যদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মাহাবুর রহমান শেখ, সূবর্না রানী, জয়ন্তী রুপা রায় সহ অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালীন সময়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ রাজবাড়ীতে তার কর্মকালীন সময়ের বিভিন্ন স্মৃতিচারণ করেন। তিনি ১৯৯২ সালে সহকারী কমিশনার হিসেবে তিনি রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। পরবর্তীতে তিনি সদর এসিল্যান্ড ও আরডিসি এবং প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবেও ১৯৯৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here