Monday, December 23, 2024

রাজবাড়ীতে বালুকাটার ড্রেজার শ্রমিক গুলিবিদ্ব হয়ে হাঁসপাতালে

স্টাফ রিপোর্টার ,রাজবাড়ীঃ রাজবাড়ীর ধাওয়াপাড়া-জৌকুড়া চর এলাকায় পদ্মার চরাঞ্চলের দূর্বিত্ত্বের ছোড়া গুলিতে আনোয়ার মিয়া নামে (৪২) নামে এক বালুকাটা শ্রমিক আহত হয়েছে। পরে তাকে রাজবাড়ী সদর হাঁসপাতালে ভর্তি করা হয়। রফিক মিয়া পেশায় বালুকাটার শ্রমিক।সে মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার মৃত রফিক মিয়ার ছেলে। বুধবার( ১০ আগস্ট) দুপুরে পদ্মায় এ ঘটনা ঘটে।

আহত আনোয়ার মিয়া বালনে, আমরা চার পাচজন শ্রমিক আজম মণ্ডল নামে এক ব্যাবসায়ীর বালু কাটার কাজ করছিলাম। এ সময় হটাৎ গুলির শব্দ শুনতে পাই। কোন কিছু বুঝে ওঠার আগেই আমার মাথায় গুলি লাগে । পরে আমাকে হাঁসপাতালে নিয়ে আসা হয়। তিনি আরো বলেন, স্প্রিড বোটে করে পাবনা এলাকা থেকে কয়েকজন এসে গুলি করে পরে চলে যায়।

আহত আনোয়ার মিয়াকে হাঁসপাতালে নিয়ে আসা মুন্নু বলেন, দুপুরে হটাৎ গুলির শব্দ শুনতে পাই। পরে জানতে পারি আমাদের এক শ্রমিক গুলিবিদ্ব হয়েছে । পরে তাকে দ্রুত মটর সাইকেলে করে রাজবাড়ী সদর হাঁসপাতালে নিয়ে আসি।
এ বিষয়ে রাজবাড়ী বলগেট সমিতির সভাপতি আজম মন্ডল বলেন, বালুকাটা নিয়ে ইজারাদারদের মধ্যে কোন অসামঞ্জস্যতা নিয়ে এ ঘটনা ঘটেছে। আমার শ্রমিক গুলিবিদ্ব হয়ে রাজবাড়ী সদর হাঁসপাতালে ভর্তি রয়েছে।
ধাওয়াপাড়া এলাকার পদ্মায় বালুর ইজারাদার দীপক কুন্ডুর সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্ঠা করলেও তিনি ফোন রিসিভ করেন নি।

রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন বলেন, পাবনার চর জাজিরা এলাকায় শ্রমিকেরা বালু কাটছিলো এ নিয়ে গুলিতে একজন আহত হয়েছে। যেহেতু পাবনার ঘটনা ,নদীতে নৌ পুলিশ বা পাবনা পুলিশ ব্যাবস্থা নেবেন। তাছাড়া ঘটনা জানা মাত্র রাজবাড়ী হাঁসপাতালে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে  আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here