Friday, January 24, 2025

রাজবাড়ীতে বাস চাপায় শিক্ষকের মৃত্যু 

রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীতে বাসের চাপায় আব্দুল্লাহ মিয়া নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি রাজবাড়ী সদর উপজেলা বার্থা উচ্চ বিদ্যালয়ের ইসলাম শিক্ষক।

তিনি আফড়া গ্রামের বজলুর রহমানের ছেলে। রবিবার আড়াইটার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের বাগমারার পল্লী বিদ্যুৎ এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতের মামাতো ভাই কামাল মিয়া বলেন, স্কুল থেকে তার ব্যবহৃত ডিসকভার মোটরসাইকেল (রাজবাড়ী-হ-১১৮৭৬১) যোগে বাড়ী ফিরছিলেন। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী রাজবাড়ী ডিলাক্স (ঢাকা মেট্রো-ব-১১-০০২৭) লোকাল বাস রাজবাড়ী পল্লী বিদ্যুৎ এলাকায় চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here