Thursday, December 26, 2024

রাজবাড়ীতে বিআরটিসি বাস থেকে ২শ বোতল ফেন্সিডিল সহ দুইজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধিঃ রাজবাড়ী থানা পুলিশের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে পঞ্চগড় থেকে পটুয়াখালী গামী একটি বি আর টিসি বাস তল্লাসী করে দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার ও দুইশত বোতল  ফেন্সিডিল উদ্বার করা হয়।

গ্রেফতারকৃতরা হলোঃ ঠাকুরগাঁ জেলার রুহিয়া থানার চাপাতি গ্রামের মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ হামিদুল ইসলাম (২০) ও একই জেলার উত্তর বাটিনা গ্রামের মোঃ নুরু’র ছেলে জীবন আলী (২০) ।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদাত হোসেন বলেন, রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান স্যারের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে সাত টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পঞ্চগড় থেকে পটুয়াখালী গামী একটি বি আর টিসি বাস তল্লাসী করে গ্রেফতার আসামীদের সিটের নিচে ব্যাগের মধ্যে থাকা দুইশত বোতল ফেন্সিডিল উদ্বার করে আসামীদের গ্রেফতার করা হয়েছে। আসামীরা বিভিন্ন জেলায় জেলায় মাদক সরবরাহ করে থাকে।

গ্রেফতার আসামীরা মাদক পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here