Wednesday, December 25, 2024

রাজবাড়ীতে বিশ্ব এইডস দিবস পালন 

‘সমতার বাংলাদেশ,এইডস ও অতিমারী হবে শেষ’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকালে রাজবাড়ী সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি  র‍্যালী প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে সিভিল সার্জনের কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবস টি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাজবাড়ী সিভিল সার্জন ডা. ইব্রাহিম টিটন এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক মাহাবুর রহমান শেখ। এ সময় পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন আহমেদ, রাজবাড়ী সদর হাঁসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দীপক কুমার সহ স্বাস্থ্য বিভাগের অন্যান্যরা  উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠানে বক্তারা এইডস কি ও এইডস থেকে বাঁচার উপায় ও পরামর্শ নিয়ে আলোচনা করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here