Thursday, December 26, 2024

রাজবাড়ীতে মুজিববর্ষ উপলক্ষে হতদরিদ্রদের মাঝে জেলা প্রশাসনের ভ্যান বিতরণ

রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে হত দরিদ্রদের মধ্যে ভ্যান বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(৩১)শে আগস্ট বেলা ১১ টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব প্রাঙ্গণে দুস্থ্যদের মাঝে ভ্যান বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। সিভিল সার্জন ডা.ইব্রাহীম টিটন এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী পরিবার পরিকল্পনার উপ পরিচালক গোলাম মোঃ আজম, ডা. আব্দুল কুদ্দুস ডা. নিয়ামত উল্লাহ প্রমুখ।এ সময় ১৭ জন দুস্থ্যদের মাঝে কর্মক্ষেত্র সৃষ্টির লক্ষে ভ্যান প্রদান করা হয় এবং ৫শত করে নগদ টাকা প্রদান করা হয়।
জেলা প্রশাসক বলেন, মুজিববর্ষ উপলক্ষে দুস্থ্যদের মাঝে ভ্যান বিতরণ করা হয়েছে। এর আগে ৫৫ জন কে ভ্যান বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর উপহার সরকারী ঘর যারা পেয়েছেন এবং তাদের মধ্যে যারা কাজ করতে সক্ষম কিন্তু টাকার অভাবে ভ্যান কিনতে পারেন না বা ভাড়ায় ভ্যান চালান তাদের কর্ম সৃজনের লক্ষে আমাদের এ প্রচেষ্ঠা। যারা কাজ করতে সক্ষম কিন্তু টাকার অভাবে ভ্যান কিনতে পারছেন না আমরা এমন দুস্থ্যদের খুজে খুজে ভ্যান প্রদান করছি। মুজিব বর্ষ উপলক্ষে এ কার্যক্রম চলমান থাকবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here