নিজস্ব প্রতিবেদকঃ “শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রুপান্তর শুরু” এই প্রতিপাদ্যে রাজবাড়ীতে শিক্ষক
পালিত হয়েছে ।
এ উপলক্ষে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে শহরের রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় থেকে শহরে একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের রেলগেইট সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে এসে শেষ হয়ে। পরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, রাজবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোস্তাফিজুর রহমান।
রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর দীলিপ কুমার কর, ডাঃ আবুল হোসেন কলেজের অধ্যক্ষ চৌধুরী আহসানুল করিম হিটু, ভান্ডারিয়া সিদ্দিকীয়া কামিল মাদওাসার অধ্যক্ষ আবুল এরশাদ মোঃ সিরাজুম মুনির, জেলা শিক্ষা হাবিববু রহমান, উপজেলা শিক্ষা অফিসান ইকবাল হোসেন, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা আক্তার, সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ কুমার বিশ্বাস সহ রাজবাড়ী সদর উপজেলার সকল কলেজ, স্কুল ও মাদ্রারাসার শিক্ষকরা র্যালীতে উপস্থিত ছিলেন।