মুজিব শতবর্ষ উপলক্ষে রাজবাড়ীতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
গত ৬ই প্রথমবারে ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন, ২১ পদাতিক ব্রিগেড (৫৫ পদাতিক ডিভিশন)-এর লেঃ কর্নেল মঞ্জরুল হক।
এ সময় রাজবাড়ী সিভিল সার্জন ডাঃ ইব্রাহীম টিটন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু উপস্থিত ছিলেন।
রাজবাড়ী জেলায় করোনা পরিস্থিতিতে যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের ২১ পদাতিক বিগ্রেডের ব্যাবস্থাপনায় অসহায় দুস্থ মানুষকে বিনামূল্যে দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ সেনা বাহিনী।
এ বিষয়ে মেজর রুশাদ জানান, দেশে করোনা পরিস্থিতিতে জনগণকে সচেতনতা করার জন্য আমরা নিয়মিত টহল কার্যক্রম করছি। বিভিন্ন সেবামূলক কাজ করছি। তারই ধারাবাহিকতায় আজকে রাজবাড়ীর মানুষকে মৌলিক চিকিৎসা প্রদানের লক্ষে বিনামূল্যে চিকিৎসা ও ওষধ সেবা প্রদান করছি। দ্বিতীয় দফার ক্যাম্পেইনে প্রায় চার শতাধিক রোগীকে বিনামূল্যে ওষধ সেবা প্রদান করা হয়েছে। এর আগে গত ৬ জুলাই ২ শতাধিক মানুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বলেও জানান তিনি।