Thursday, January 23, 2025

রাজবাড়ীতে ২য় শ্রেনীর শিক্ষার্থী ধর্ষনের ঘটনায় নওগার ফয়সাল গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ীর জৌকুড়া গ্রামে ফয়সাল (১৪) এক বখাটে কতৃক দ্বিতীয় শ্রেনী পড়ুয়া ৭ বছরের এক কন্যা শিশু ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে । রক্তাক্ত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর রাজাবাড়ী থানা পুলিশ ধর্ষককে গ্রেফতার করেছে ।

রাজবাড়ী সদর হাঁসপাতালে গিয়ে শিশুর বাবার কাছ থেকে জানাযায়, ১৭ই মে ( মঙ্গলবার) বেলা ৩ টার দিকে- ধর্ষকের দুলাভাই রশিদ মোল্লার বাড়ির ইজিবাইক চার্জ দেওয়ার ঘরে এ ধর্ষনের ঘটনা ঘটে। সেখান থেকে চিৎকার করতে করতে শিশুটি বাড়িতে যায় ও ঘটনাটি তার মায়ের কাছে বলে। পরবর্তীতে কন্যা শিশুটিকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মেডিক্যাল পরীক্ষা করেছেন রাজবাড়ী সদর হাঁসপাতালের গাইনী বিভাগের ডাঃ নাজনীন সুলতানা । শিশুটি বর্তমানে হকসপাতালের গাইনী ওয়ার্ডে চিকিৎসারত অবস্থায় আছে।

জানাগেছে, ধর্ষক ফয়সাল সরদার (১৪)- নওগা জেলার রানী নগর উপজেলার খট্রসর রানী নগর পশ্চিম পাড়া গ্রামের নজরুল সরদারের ছেলে।সে সদর উপজেলার চন্দনী ইউনিয়নের জৌকুড়া এলাকায় তার দুলাভাই রশিদ মোল্লার বাড়িতে থাকতো।

রাজবাড়ী সদর থানার এস আই  মোহাম্মদ আতাউর রহমান ধর্ষক ফয়সাল (১৪) কে গ্রেফতারেরে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা দায়ের করেছেন।রাজবাড়ী সদর থানার মামলা নং ৩১। ধর্ষক নিজেই অপরাধের কথা স্বীকার করেছে ।
১৮ ই মে (বুধবার) তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

আপডেট- ১৮ই মে ।।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here