Friday, January 10, 2025

রাজবাড়ী থানা পুলিশের অভিযানে  ১৬জন গ্রেফতার 

রাজবাড়ী সদর থানার অফিসার ও ফোর্স সদর থানা এলাকায় পৃথক পৃথক অভিযানে ১৬ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলোঃ  দ্রতু বিচার ,সিআর নং-৬/২১ এর গ্রেফতারী পরোয়ানা ভুক্ত আসামী ১. মো: মিঠু মোল্লা (আফসার)(৫০), পিতা-মৃত গফুর মোল্লা , ২. মো: জহুরুল সেখ(৪০), পিতা-মোজাম সেখ , ৩. মো: রেজাউল সেখ(৪০), পিতা-মো: তুজাম সেখ , ৪. মো: শাহিদুল সেখ(৩৫), পিতা-তুজাম সেখ , ৫. মো: তুজাম সেখ(৬৫), পিতা-মৃত আজিত সেখ , ৬. মো: জিহাদ সেখ(৪০), পিতা-নজর সেখ , ৭. মো: আলমগীর সেখ(৪৫), পিতা-মৃত আজিত সেখ ,৮. মো: মোজাম সেখ(৭০), পিতা-মৃত আজিত সেখ ,৯. মো: সোহাগ সেখ(২২), পিতা-মো: আলমগীর সেখ ,১০. মো: সিরাজ সেখ(৪৫), পিতা-মো: মোজাম সেখ , সর্ব ঠিকানা: স্থায়ী: সাং- বানীয়ারী, ডাকঘর ঘোষের কুটির, ইউপি সুলতানপুর ,থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ী ও ,সিআর নং-৪৭৭/২১, টিআর-৬৩৯/২১, ধারা- যৌতুক নিরোধ আইনের ৩ এর আসামী ১১। মোঃ তারকুজ্জামান(৩৩), পিতা-আঃ শহিদ মোল্লা , ঠিকানা: স্থায়ী: গ্রাম- চর খানখানাপুর (নতুন পাড়া) , উপজেলা/থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ী ও রাজবাড়ী এর রাজবাড়ী সদর থানার ,এফআইআর নং-৪৩/৪৭৯, তারিখ- ২৯ ডিসেম্বর, ২০২১; সময়- খ্রি: ২১:৩৫ ঘটিকায় ধারা- ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩২৬/৩৭৯/৫০৬/১১৪ পেনাল কোড-১৮৬০ এর আসামী ১২। হাছেন মন্ডল(৬০), পিতা-মৃত ফজের মন্ডল , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বাসুদেবপুর, উপজেলা/থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ী এবং মিসপি-৬৮/২০, ধারা- ১০৭/১১৪/১১৭ সি এর আসামী ১৩। ওহিদুজ্জামান(), পিতা-মৃত মোহন মিয়া , ঠিকানা: স্থায়ী: (গ্রাম- বেথুলিয়া) , উপজেলা/থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ী ও নারী ও শিশু মামলা নং- ২৭০/২১, , ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯ (৪)(খ) তৎসহ ৩২৩/৩৭৯ পেনাল কোড এর আসামী ১৪। মোঃ নাইম শেখ(), পিতা-মোঃ ইসলাম শেখ , ঠিকানা: স্থায়ী: (গ্রাম- উদয়পুর) , উপজেলা/থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ী এবং বিশেষ ট্রাইঃ মামলা নং- ৪৭/১৫, জিআর-২০১/১৫, ধারা- ১৮৭৮ সনের অস্ত্র আইনের সংশোধনী ২০০২ এর ১৯ (এ) (এক) এর আসামী ১৫। রনি মিয়া(), পিতা-মৃত সোহরাব মিয়া , ঠিকানা: স্থায়ী: গ্রাম- বেড়াডাঙ্গা, উপজেলা/থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ী ও দায়রা- ৩১৩/১৪, ধারা- ৩৮৬/৩৮৭/১০৭ পেনাল কোড এর আসামী ১৬। আমির মিজি, পিতা-রহমান মিজি , ঠিকানা: স্থায়ী: গ্রাম- কাটাজানি, উপজেলা/থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ী এবং দায়রা- ৩১৩/১৪, ধারা- ৩৮৬/৩৮৭/১০৭ পেনাল কোড এর আসামী আজিদ মিজি(), পিতা-রহমান মিজি , ঠিকানা: স্থায়ী: গ্রাম- কাটাজানি, উপজেলা/থানা- রাজবাড়ী সদর, জেলা –রাজবাড়ীদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here