Saturday, January 4, 2025

রাজবাড়ী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ১১ পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদকঃ রাজবাড়ী সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ১১ আসামীকে গ্রেফতার করেছে। রবিবার রাজবাড়ী সদর থানার অফিসার ও ফোর্স থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে এসআই হিরণ কুমার ১টি সাজা ও ১টি সিআর পরোয়ানা আসামী পারসাদিপুর গ্রামের রশোড়া গ্রামের মোঃ আব্দুর রব মোল্লার ছেলে আতিকুর রহমান(২৫), ১টি জিআর পরোয়ানা অসামী ভৈরবকুল মুলঘর স্কুলের পিছনে শুশুর ছালাম সরদার, নাছির মেম্বরের বাড়ী সংলগ্ন মৃত ফুলচাঁন ফকিরের ছেলে মোঃ ইমান ফকির, ১টি সিআর সাজা ও ১টি সিআর পরোয়ানা আসামী পশ্চিম ভবানীপুর তালতলা রাজবাড়ীর কর্মস্থান ঠিকানা এমএলএসএস জেলা প্রশাসকের কার্যলয় রাজবাড়ী গোলাম মাওলার ছেলে সাইদুল ইসলাম, রাজবাড়ী সদর থানার এফআইআর নং-১৪ এর আসামী রামনগর গ্রামের মোঃ তোফাজ্জেল হোসেন মোল্লার ছেলে মোঃ সিরাজুল ইসলাম(৪০), রাজবাড়ী সদর থানার এফআইআর নং-৯ এর আসমী ফরিদপুর জেলার শিবরামপুর বিল্লাল মোল্লার ছেলে মোঃ আব্দুল মোল্লা(২৪) কে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।

সোমবার রাজবাড়ী সদর থানার অফিসার ও ফোর্স অত্র থানা এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে রাজবাড়ী সদর থানার মামলা নং-১৯ ধারা ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ এর ১০ তৎসহ ৩২৩ পেনাল কোড, এর আসামী সজ্জনকান্দা এলাকার মোঃ হাশেম শেখের ছেলে মোঃ হাসান শেখ ওরফে বাবু(২০), বড় লক্ষীপুর গ্রামের মোঃ আব্দুল মালেক মৃধার ছেলে মোঃ সালাউদ্দিন মৃধা(২০), ভবানীপুর রেল কলোনীর মানিক মোল্লার ছেলে মোঃ টিটু মোল্লা(৩০), রাজবাড়ী সদর থানার মামলা নং-১২ ধারা- ৩৯৪ পেনাল কোড এর আসামী বিনোদপুর বিলকিস স্মরণী রোডের মোঃ তমসের শেখের ছেলে মোঃ জিলাল শেখ(৩৮), রাজবাড়ী সদর থানার মামলা নং-২১ ধারা ৩৮৫/৩৮৬ পেনাল কোড এর আসামী ছোট মোড় বাগমারার মোঃ লিটন শেখের ছেলে গোলাম রাব্বি শেখ(১৯), এসআই মেজবাহ সঙ্গীয় ফোর্স সহ সিআর নং-৪৯/২২ এর আসামী আলাদীপুর গ্রামের মৃত মান্নান মন্ডলের ছেলে রাসেল মন্ডলকে গ্রেফতার করে। তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here