Sunday, December 22, 2024

রাজবাড়ী থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার চার আসামী গ্রেফতার

  • নিজস্ব প্রতিনিধিঃ  রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার চার আসামীকে গ্রেফতার করা হয়েছে। ১৮ই এপ্রিল সদর থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীরা হলেন, রাজবাড়ী সদর থানার মামলা নং-৩৯ ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩৭৯/৫০৬(২)/১১৪/৩৪ এর আসামী মোঃ ইকবাল খান(৪৫) কে রাজবাড়ী সদর থানার এস আই মুরাদ সঙ্গীয় ফোর্স সহ গ্রেফতার করেন। গ্রেফতার  মোঃ ইকবাল খান পাচুরিয়া ইউপি’র ভাণ্ডারিয়া এলাকার মৃত- রহমত খান এর ছেলে।

সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ইফতে খারুল আলম প্রধান সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করে  রাজবাড়ী সদর থানার মামলা নং-১২ ধারা-৩৯৪ এর আসামী  মোঃ শহিদুল ইসলাম (৪২)কে গ্রেফতার করেন । গ্রেফতার মোঃ শহিদুল ইসলাম সজ্জনকান্দা এলাকার নুর মোহাম্মদ এর ছেলে।

এসআই হিরণ কুমার বিশ্বাস সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী সদর থানার ১টি সিআর পরোয়ানা ভুক্ত আসামী সাজ্জাদ হোসেন(হৃদয়) কে গ্রেফতার করেন। গ্রেফতার সাজ্জাদ হোসেন(হৃদয়) বিনোদপুর এলাকার রমজান শেখের ছেলে।

এএসআই মোঃ হেমায়েত মোল্লা সঙ্গীয় ফোর্স সহ জিআর পরোয়ানা ভুক্ত আসামী মোঃ রিশাদ শেখ কে গ্রেফতার করেন। গ্রেফতার মোঃ রিশাদ শেখ আলিপুর ইউপি’র আলাদীপুর গ্রামের মৃত রাজা শেখের ছেলে।

 রাজবাড়ী সদর থানার ওসি মোঃ শাহাদাত হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদেরকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here