Sunday, December 22, 2024

রাজবাড়ী শহর রক্ষা বাধ পদ্মা নদীর পাড়ে ফের ভাঙ্গন

রাজবাড়ী শহর রক্ষায় পদ্মা নদীর পাড়ে ফের ভাঙ্গন দেখা দিয়েছে। ২৭শে জুলাই মঙ্গলবার সন্ধ্যার পর গোদার বাজার ইট ভাটা এলাকার পাশে প্রায় লম্বা ৮০ ফিট ,চওরা ৩০ ফিট ভাঙ্গন দেখা গেছে। নদীর পাড় রক্ষায় আরসিসি ব্লকের কাজ শেষ হয়েছে প্রায় ২মাস আগেই। এবার ভাঙ্গনে শহর রক্ষা বাধের নদীর পাড় রক্ষায়  আরসিসি ব্লক পানিতে বিলীন হয়ে যায়। এর আগে গত ১৬ই জুলাই আধা কিলোমিটার দূরে পাড় রক্ষা বাধের ৩০ মিটার এলাকা ভেঙ্গে যায়।  সরেজমিনে গিয়ে দেখা যায় আরসিসি ব্লক গুলো নদীতে বিলীন হয়েগেছে।ভাঙ্গনের খবর পেয়ে ছুটে যান স্থানীয়রা। স্থানীয়রা জানান,বিকেল থেকেই কিছু কিছু করে ভাঙ্গন শুরু হয়েছিলো। এ সময় রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের সদস্যদেরও ভাঙন পরিদর্শন করতে দেখা যায়।

পানি উন্নয়ন বোর্ডের সুত্র মতে কাজ চলাকালীন সাইব বোর্ডে দেখা গেছে নদীর পাড় রক্ষায় ৩৭৬ কোটি টাকা ব্যায়ে ২০১৮ সালে শহর রক্ষা বাধ এর কাজ শুরু হয়ে এ বছরের ৩১শে মে শেষ হয়।কাজ শেষের দুই মাসের মাথায় দ্বিতীয়বার ভাঙ্গন হলো পদ্মা নদীর পাড়ে শহর রক্ষা বাধে।

এ বিষয়ে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদের মোবাইল ফোনে একাধিকবার ফোন করা  হলেও তিনি ফোন রিসিভ করেন নি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here