Thursday, January 23, 2025

রাজবাড়ী সদর উপজেলা ইউপি নির্বাচনঃ ৬টিতে নৌকার জয়, ৮টিতে স্বতন্ত্র

৪র্থ ধাপের ইউপি নির্বাচনে রাজবাড়ীর সদর উপজেলার ৬টি ইউনিয়নে আঃলীগ সমর্থিত নৌকার প্রার্থী এবং ৮টিতে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছে।এর মধ্যে বানীবহ ইউনিয়নে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকা সমর্থিত প্রার্থী শেফালী বেগম বিজয়ী হয়েছেন।

(২৬ ডিসেম্বর) রবিববার সকাল ৮ থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিনভাবে ভোটগ্রহণ শেষে রাতে রাজবাড়ী উপজেলা পরিষদ থেকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।

রাজবাড়ী নির্বাচন অফিস সূত্রে জানা গেছে ,৪র্থ ধাপে অনুষ্ঠিত রাজবাড়ী জেলার ১৪ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে যারা নির্বাচিত হলেন-

মিজানপুর ইউনিয়নে টুকু মিজি নৌকা প্রতিকে ১৪হাজার ১শত ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কবির উদ্দিন শিকদার স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতিকে ৫হাজার ৯৬ ভোটে পেয়েছেন।

আলীপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু বক্কার ছিদ্দিক আনারস প্রতীকে ৬হাজার৫শত৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ,তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মুহাম্মদ বজলুর রশিদ মিয়াঁ নৌকা প্রতীকে ৩হাজার৪শত৮৫ ভোট পেয়েছেন।

সুলতানপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃআশিকুর রহমান ঘোড়া প্রতীকে ৪হাজার৮শত৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ,নৌকা প্রতীকে মোঃলুতফর রহমান চুন্নু পেয়েছেন ৯৫৯ ভোট।

বসন্তপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ জাকির হোসেন সরদার ৬হাজার৬শত৫০ ভোটে বিজয়ী হয়েছেন,নৌকা প্রতীকে মোঃআব্দুল মান্নান মিয়া পেয়েছেন ৩হাজার৯শত৭৭ ভোট।

খানখানাপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী এ কে এম ইকবাল হোসেন চশমা প্রতীকে ৫হাজার৭৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ,মোঃ আমীর আলী মোল্লা নৌকা প্রতীকে ৩হাজার ৩শত ২৭ভোট পেয়েছেন।

মুলঘর ইউনিয়নে ওহিদুজ্জামান শেখ নৌকা প্রতীকে ৪হাজার৯শত১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোঃ আঃ মান্নান মুসুল্লী আনারস প্রতীকে পেয়েছেন ৪হাজার ৩শত৬২ ভোট।

শহীদওহাবপুর ইউনিয়নে নৌকা প্রতীকে নুর মোহাম্মদ ভূঁইয়া ৪হাজার৫৩ ভোটে নির্বাচিত হয়েছেন ,নিকটতম প্রতিদ্বন্দ্বী এ কে এম সইফিউদ্দিন আহমেদ(কাশেম) পেয়েছেন ৩হাজার৮শত৭১ভোট।

বরাট ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কাজী সামসুদ্দীন আনারস প্রতীকে ৬হাজার৬শত৪৪ভোটে বিজয়ী হয়েছেন ,নৌকা প্রতীকে মোঃফরিদ উদ্দীন শেখ পেয়েছেন৩হাজার৭শত৯০ভোট।

দাদসী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ দেলোয়ার শেখ ৫হাজার৬শত৫১ভোটে বিজয়ী হয়েছেন,নৌকা প্রতীকে মোঃ রমজান আলী পেয়েছেন ৪হাজার৮শত১০ভোট।

পাচুরিয়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী মোঃ মজিবুর রহমান আনারস প্রতীকে ৩হাজার৪শত৬২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, নৌকা প্রার্থী কাজী আলমগীর পেয়েছেন ২হাজার৭শত৯৯ ভোট।

খানগঞ্জ ইউনিয়নে নৌকা প্রতীকে মুহাম্মদ শরিফুর রহমান সোহান ৪হাজার৭৯ভোটে বিজয়ী হয়েছেন, নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোঃ আতাহার হোসেন পেয়েছেন ৩হাজার৩শত৪৯ভোট।

চন্দনী ইউনিয়নে নৌকা প্রতীকে মোঃ আব্দুর রব ৫হাজার৬শত৪২ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ আব্দুল মালেক শিকদার পেয়েছেন ৫হাজার৩শত৫৪ভোট।

রামকান্তপুর ইউবিয়নে স্বতন্ত্র প্রার্থী রাজিব মোল্লা মোটর সাইকেল প্রতীকে ৪হাজার ৩শত ৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন,নৌকা প্রার্থী ও সাবেক চেয়ারম্যান মোঃআব্দুল হাসেম বিশ্বাস ৩ হাজার৮শত ৩ ভোট

বানীবহ ইউনিয়নে কোন প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় নৌকা প্রতীকে আনোয়ামীলীগ মনোনীত শেফালী বেগম বিনা প্রতিদ্বন্দ্বীতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here