Sunday, December 29, 2024

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেছেন বিভাগীয় কমিশনার

নিজস্ব প্রতিবেদকঃ  ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান সোমবার (৩০শে মে) রাজবাড়ী জেলাতে সফর করেছেন। সফরের অংশ হিসেবে তিনি রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং রাজবাড়ী সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো: খলিলুর রহমান কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আশ্রয়ন প্রকল্প পরিদর্শন ।

এরপর তিনি আশ্রয়ণ প্রকল্পের তৃতীয় পর্যায়ে মুজিববর্ষে ক শ্রেণির ভূমিহীনদের জন্যে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে নির্মিত ও নির্মাণাধীন ঘর এবং রাজবাড়ী কালেক্টরেট স্কুল পরিদর্শন করেন।

এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক  আবু কায়সার খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃমাহাবুর রহমান শেখস, উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, উপজেলা চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান রাকিবুল হাসান পিয়াল, সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা ,  জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা প্রকৌশলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগীসহ জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here