Saturday, December 21, 2024

রামকান্তপুরে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

রাসেল মিয়া রাজবাড়ী:  রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়নের সদস্য নিয়ে কমিটি গঠন ওরিয়েন্টেশন সভা করেছে অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)। বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজীব মোল্লা বাবু’র সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হাসেম বিশ্বাস ও ইউনিয়ন সচিব শংকর কুমার সরকার, ইউপি সদস্য ইব্রাহিম মোল্লা, ওকাপ এর প্রোজেক্ট অফিসার নকিবুল ইসলাম ও ওকাপ এর মনিটরিং অফিসার জাকারিয়া ও বিদেশে নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরে ওকাপের সহযোগিতায় স্বাবলম্বী হওয়া পুরুষ ও নারী অভিবাসীরা।

বক্তারা ওকাপ কর্তৃক অত্র ইউনিয়ন গ্রাম পর্যায়ের বাড়ি বাড়ি গিয়ে তথ্য প্রদান, উঠান বৈঠক, আত্মকর্মসংস্থান মূলক প্রশিক্ষণ, বিদেশ ফেরত অভিবাসী বিশেষ করে নারী কর্মীদের একত্রিত করন, নিরাপদ অধিবাসন ও মানব পাচারের ঝুঁকি সম্পর্কিত সচেতনতা মূলক কার্যক্রম বাস্তবায়ন করার তথ্য তুলে ধরার পাশাপাশি জোরপূর্বক নারী অভিবাসন ও মানব পাচার রোধে করণীয় বিষয়ে আলোকপাত করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here