মস্কো : উদ্ধার ও প্রশিক্ষণে জড়িত রুশ ও চীনা যুদ্ধজাহাজগুলো বিমান হামলা মোকাবেলায় প্রশান্ত মহাসাগরে যৌথ সামুদ্রিক টহল মহড়া পরিচালনা করছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এ কথা জানিয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস প্রকাশিত ভিডিওতে নয়টি বড় জাহাজ দেখানো হয়েছে। ক্রু সদস্যরা ডেকের দিকে মনোযোগী হওয়ার সাথে সাথে জাহাজগুলো একটি ডায়মন্ড ফর্মেশনে (তিন অথবা চারকোণ আকারের সারি) যাত্রা শুরু করে।
মহড়ার মধ্যে ‘জ্বালানি মজুদ, রিফুয়েলিং এবং পুনরায় মজুদ পূরণ’ অনুশীলনও অন্তর্ভুক্ত ছিল।
মহড়া শুরুর পর থেকে জাহাজগুলো সমুদ্রের ৬,৪০০ নটিক্যাল মাইলেরও বেশি এলাকা কভার করেছে।
চীনের পিপলস লিবারেশন আর্মির বরাত দিয়ে মন্ত্রনালয় জানায়, ‘রুশ নৌবাহিনী এবং পিএলএ নৌবাহিনীর জাহাজগুলোর একটি দল বর্তমানে পূর্ব চীন সাগরে রয়েছে।
সূত্রঃ ১৮ আগস্ট, ২০২৩ (বাসস ডেস্ক)