Saturday, January 18, 2025

রাস্তায় গাছের গুড়ি ফেলে ডাকাতি প্রস্তুতিকালে রাজবাড়ীতে ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

স্টাফ রিপোর্টারঃ ঢাকা-রাজবাড়ী মহাসড়কের উপর গাছ ফেলে যানবাহনে ডাকাতি প্রস্তুতিকালে কাবিল শেখ (৪০) নামে একজন ডাকাত দলের সদস্য কে গ্রেপ্তার করেছে পুলিশ,এ সময় অজ্ঞাতনামা ৫/৬ ডাকাত দলের সদস্য পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে ।

গ্রেপ্তার কাবিল শেখ পাবনার আমিনপুর থানার আকছেদ আলী শেখের ছেলে ।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুর রহমান এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয় টি নিশ্চিত করেছেন ।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ১৭ই ডিসেম্বর রাজবাড়ী সদর থানাধীন খানখানাপুর পুলিশ তদন্তকেদ্রের এস.আই মোঃ আজহারুল ইসলাম রাত্রীকালীন মোবাইল ডিউটিতে নিয়োজিত থেকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, অজ্ঞাতানা কিছু ডাকাত দলের সদস্যগন রাজবাড়ী থানাধীন খানখানাপুর ইউপির মল্লিক পাড়া সাকিনস্থ নাড়াপচা ব্রিজ থেকে আনুমানিক ১০০ গজ পূ্র্ব দিকে ঢাকা-রাজবাড়ী মহাসড়কের উপর গাছ ফেলে যানবাহনে ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে । এমন সংবাদের বিষয়ে ঘটনার সত্যতা যাচাই করা সহ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য এসআই(নিঃ)/ মোঃ আজহারুল ইসলাম সংগীয় ফোর্স সহ রাত আনুমানিক ৩:৫৫ টার সময় ঘটনাস্থলে পৌছালে দেখিতে পায় যে, ঘটনাস্থলে মহাসড়কের উপর ১টি বড় গাছ আড়াআড়ি ভাবে ফেলানো অবস্থায় আছে। তখন পুলিশের উপস্থিতি টের পাইয়া অজ্ঞাতনামা ৫/৬ ডাকাত দলের সদস্য দৌড়ে পালানোর চেষ্টাকালে কাবিল শেখ(৪০) কে গ্রেপ্তার করা হয় ।

এ বিষয়ে আইনানুগ ব্যাবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি ।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here