Saturday, December 28, 2024

রুহুল আমিন বুলু আর নেই 

রাজবাড়ীর বালিয়াকান্দির ভুমিহীনদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের সৈনিক পল্লী বন্ধু সংস্থার পরিচালক সাংবাদিক রুহুল আমিন বুলু (৫৮) আর নেই।( ইন্না………….রাজেউন)
বুধবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
রুহুল আমিন বুলু বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরগুয়োদাহ্ গ্রামের মৃত হাজী সাত্তার মোল্যার ছেলে। তবে তিনি বালিয়াকান্দি শহরের সন্নিকটে ফায়ার সার্ভিস ষ্টেশন এলাকায় বসবাস করতেন।
জানাগেছে, গত ২৮ ডিসেম্বর তিনি অসুস্থ্য বোধ করলে পরিবারের লোকজন তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর তিনি কিছুটা সুস্থ্য বোধ করলে বাড়ীতে চলে যান। গত ২৯ শে ডিসেম্বর পুনরায় অসুস্থ্য বোধ করলে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৬ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
রুহুল আমিন বুলু দৈনিক দিনের খবর ও অনলাইন নিউজ পোর্টাল জি নিউজের রাজবাড়ী প্রতিনিধি হিসেবে কমরত ছিলেন। তিনি বালিয়াকান্দি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালনের পাশাপাশি ভুমিহীনদের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলন ও কৃষকের অধিকার নিয়ে কাজ করাসহ পল্লী বন্ধু সংস্থার নির্বাহী পরিচালক, রাজবাড়ী জেলা চর-এ্যালাইন্সের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় গ্রামের বাড়ী চরগুয়াদাহ গ্রামের বাড়ীতে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এসময় উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনিরসহ উপজেলা ও জেলায় কর্মরত সাংবাদিক, এনজিওকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here