Wednesday, January 22, 2025

রেলকে আধুনিক সেবার মান উপযোগী করে সাজাতে হবে, গণ সংবর্ধনা অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম

এস,এম রাহাত হোসেন ফারুক :   রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, রাজবাড়ীকে পুনরায় রেলের শহর বানানো হবে। রেলের সকল প্রকার দূর্নীতি রোধ করে, রেলকে আধুনিক সেবার মান উপযোগী করে সাজাতে হবে। যারা বেআইনী ভাবে রেলের জায়গা দখল করে আছে, তাদেকে রেলের জায়গা থেকে উচ্ছেদ করা হবে। রেলে জায়গা ভোগ দখল করতে হলে লীজ নিতে হবে।

কোন জবরদখলকারীকে ছাড় দেওয়া হবে না। ( ২ মার্চ) শনিবার বিকেলে রাজবাড়ীর বালিয়াকান্দি শেখ রাসেল স্টেডিয়ামে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজিত গণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম সুফি,যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, মোঃ হারুনুর রশিদ হারুন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন,রেলপথ মন্ত্রীর সহধর্মিনী মিসেস সাঈদা হাকিম,বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, বালিয়াকান্দি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ প্রমুখ। এসময় বিভিন্ন পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রেল মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম বলেন, বালিয়াকান্দির জঙ্গল ইউনিয়নের লোক গর্ব করে বলতেন শতভাগ নৌকার লোক। তারা বিগত নির্বাচনে কথা রাখতে পারেনি। কারা কারা করেছে সেটা জানি। আমাদের উদ্দেশ্যে ছিল বিএনপি নির্বাচনে আসছে না, ভোট বর্জনের ঘোষণা দিয়েছে, একটা সর্ম্মানজনক ভোট। কিন্তু কিছু কিছু সেন্টারে অবহেলা করেছে। একদিন আমরা থাকবো না, তবে নৌকাকে শক্তিশালী করতে কাজ করতে হবে।
মন্ত্রী বলেন, আমার এলাকার অনেকেই রেলে চড়ে মন্ত্রীর আত্বীয় পরিচয় দেন। টিকিট ছাড়া কেউ পরিচয় দিয়ে ট্রেনে উঠবেন না। ভালো আচরণ করবেন। কোন প্রকার খারাপ আচরণ করা যাবে না।

আমাকে মন্ত্রী বানিয়ে আমার এলাকার মানুষকে সম্মানিত করেছে, দূরের পথে কম টাকায় যাতায়াত করতে পারছে, আমাদের এলাকার মানুষদের এ মর্যাদা ধরে রাখতে হবে।

জমকালো আয়োজনে গণ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান স্থলে রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃজিল্লুল হাকিম এমপি পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন বালিয়াকান্দি উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, ও উপজেলার বিভিন্ন দপ্তর সামাজিক সংগঠন,ও উপজেলার সাত ইউনিয়নের নেতাকর্মীরা। পরে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ সোনার নৌকা উপহার দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির,মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, জেলা আওয়ামীলীগ নেতাকর্মীসহ বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্যগন ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here