Monday, May 6, 2024

রেলের জমি উদ্ধারে জোরালো নির্দেশ দেওয়া হয়েছে-রেলমন্ত্রী

রাজবাড়ী জার্নাল: রাজবাড়ী জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম (এমপি-রাজবাড়ী-০২ )।

জেলা প্রশাসক আবু কায়সারের সভাপতিত্বে শনিবার (২০ জানুয়ারি ) জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম। এ সময় জেলা পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুবর্না রানী সাহা সহ জেলা প্রশাসনের বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, রাজবাড়ী জেলায় রেলওয়ের সব চেয়ে বড় মেরামত কারখানা তৈরি করা হবে। মেরামত কারখানা তৈরির মাধ্যমে রাজবাড়ী জেলা পুনরায় রাজবাড়ী রেলের শহর হিসেবে পরিচিতি পাবে।

রেলমন্ত্রী বলেন, বেদখল হওয়া রেলের জমি ও কোয়ার্টারগুলো উদ্ধারের জন্য জোরালোভাবে তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বন্ধ হয়ে যাওয়া সব রেল পুনরায় চালু হচ্ছে। প্রত্যেকটি জেলা রেল নেটওয়ার্কের আওতায় নিয়ে আসা হচ্ছে। রেল তার হারানো ঐতিহ্য ফিরে পাবে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here