Sunday, December 22, 2024

র‍্যাবের অভিযানে ইয়াবা ও গাঁজা সহ দুইজন গ্রেফতার 

  • র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প এর পৃথক অভিযানে ইয়াবা ও গাজা সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে  বিশেষ আভিযানিক দল।

প্রেস ব্রিফিং এ র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় ২৩শে আগষ্ট (সোমবার) বিকেলে  অভিযান করে শহরের ধুঞ্চী এলাকার মৃত আমিরুল ইসলাম এর ছেলে  মোঃ সাহাদত হোসেন ওরফে পরশ(৩৫) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯শত পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং মাদক বিক্রির কাজে ব্যাবহার করা একটি মোবাইল ও ২ টি সিম কার্ড উদ্ধার করা হয়। একই দিনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলার খানখানাপুর এলাকায় অভিযান করে চর খানখানাপুর এলাকার মৃত গেদু মন্ডল এর ছেলে মোঃ বারেক মন্ডল(৩৮) কে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১কেজি ৩০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির কাজে ব্যাবহার করা একটি সিম কার্ড ও একটি মোবাইল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় ২ টি পৃথক আইনে মামলা প্রক্রিয়াধীন বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here