Tuesday, May 14, 2024

দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে কর্মসূচি ঠিক করছে শিক্ষামন্ত্রণালয়

  • দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি ঠিক করছে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

মন্ত্রিসভার বৈঠক শেষে আজ সোমবার সচিবালয়ে বৈঠকের সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও সচিবালয় থেকে বৈঠকে যুক্ত ছিলেন।

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে মন্ত্রিসভায় কোনো আলোচনা হয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এর আগে সচিব সভায় নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে তারা কর্মসূচি ঠিক করছে কীভাবে, যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেওয়া যায়। করোনাভাইরাস মহামারীর কারণে দেড় বছর ধরে বন্ধ।

‘ গত বছরের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান করোনাভাইরাসের সংক্রমণের মুখে বন্ধ করে দেওয়া হয়। এরপর কয়েক দফা তারিখ নির্ধারণ হলেও পরিস্থিতির শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়নি।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here