র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প এর অভিযানে ফরিদপুর এবং রাজবাড়ী জেলার বিভিন্ন খাবার হোটেল/রেস্তোরা, মিষ্টি প্রস্তুত ও বিক্রয়কারী দোকান, বেকারী এবং পানির ফ্যাক্টারিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৯ ব্যক্তি/দোকান/প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
প্রেস ব্রিফিং এ র্যাব জানায়, বর্তমানে আমাদের দেশের সহজ-সরল জনসাধারন স্বাস্থ্যকর পরিবেশে ভাল মানের খাবার গ্রহণ করতে প্রায়ই বিড়ম্বনার স্বীকার হতে হচ্ছে। এ বিড়ম্বনার কবল থেকে জন সাধারনের নিরাপদ রাখার জন্য সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধরাবাহিকতায় অত্র ক্যাম্পের কয়েকটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৭ই সেপ্টেম্বর (মঙ্গলবার)ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন বাঘাট রাজকুমার, বাঘাট ঘোষ, সুইটস রেস্তোরা এবং খন্দকার চাইনিজ রেস্তোরায় অভিযান পরিচালনা করে নিম্ন মানের খাদ্য, ওজনে কম প্রদান করার অপরাধে ০৪ ব্যক্তি/প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ১, ১৫,০০০/- (এক লক্ষ পনের) হাজার টাকা জরিমানা করেন।
একই ভাবে রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন ডাব্লুউ ডিংকিং ওয়াটার, মেসার্স মিষ্টি বাড়ী, মেসার্স সূয্যবান হোটেল এন্ড রেস্তোরা, মেসার্স ঢাকা বিরিয়ানী হাউজ, মেসার্স হোটেল সালমা এন্ড রেস্তোরায় অভিযান পরিচালনা করে ০৫ ব্যক্তি/প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৪৭,০০০/- (সাতচল্লিশ হাজার) টাকা জরিমানা করেন।