উজ্জল হোসেন, পাংশা: গবেষণা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখায় শাহীনা রব স্মৃতি পদক-২০২৪ পেলেন রাজবাড়ী পাংশার পাট্রা ইউনিয়নের মুছিদাহ গ্রামের কৃতিসন্তান কবি ছড়াকার, প্রাবন্ধিক ও গবেষক সাকী মাহবুব। গত শনিবার(৩ মে ) তোপখানা রোড ঢাকার শিশু কল্যাণ পরিষদের কনফারেন্স হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার হাতে পুরস্কার তুলে দেন একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় এর সাবেক ভিসি প্রফেসর ড. জসীম উদ্দিন আহমদ। ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) সদস্য সচিব মো: আনিসুর রহমান দেওয়ান, এ আর আলী হোসেন জিহাদ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন , সাহিত্যিক ও ইতিহাস গবেষক সৈয়দ নাজমূল আহসান, মো:নূরুল ইসলাম, নাসির হেলান, আজরা পারভীন সাঈদ, অধ্যাপক মুতাসিম বিল্লাহ ,রফিকুল আলম মিলন প্রমুখ।
দেশগ্রাম মিডিয়া সেন্টারের চেয়ারম্যান মোস্তফা কামাল মাহদী এর সভাপতিত্বে ও টিমনী খান রীনোর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি আব্দুল হাই ইদ্রিসী, লোকমান হেকীম এ আর আলী হোসেন জিহাদ প্রমুখ। সারাদেশ থেকে বিভিন্ন কবি সাহিত্যিক ও সাহিত্য বোদ্ধারা এ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। সাকী মাহবুব দেশের প্রথম শ্রেণির সব জাতীয় দৈনিকসহ বিভিন্ন সাহিত্য পত্রিকায় লিখে যাচ্ছেন।