উজ্জ্বল হোসেন,পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেন ডাঙ্গা বাজারে অদূরে সন্ত্রাসীদের গুলিতে নিহত পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান এর হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের সুষ্ঠ বিচার ও দৃষ্ঠান্ত মূলক শাস্তির দাবীতে ১১ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে পাংশার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা বাজারে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাংশা উপজেলা শাখার আয়োজনে সমাবেশ শেষে সাঁজুরিয়া জেহরা জেরিন উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশের কর্মসূচীতে ভজো-গোবিন্দ দে’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সুব্রত কুমার দাস সাগর, জেলা পরিষদ সদস্য গোবিন্দ কুমার কুন্ডু, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাসুদুর রহমান, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুরো, সাবেক জেলা পরিষদ সদস্য উত্তম কুমার কুন্ডু, উত্তম কুমার সাহা (কার্তিক), সুব্রত দে, কলিমহর ইউনিয়নের চেয়ারম্যান বিলকিস বানু, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান সুফল মাহমুদ প্রমুখ। এ সময় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু বৈদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ পাংশা উপজেলা শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন থেকে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ শান্তি সমাবেশ কর্মসূচীতে অংশ গ্রহণ করেন।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাতে নিজের সারের দোকানে হালখাতা শেষে বাড়ি ফিরছিলেন পাংশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মিজানুর রহমান। বাজার থেকে একটু দুরে সন্ত্রাসীরা তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিতে পথরোধ করে। এক পর্যায়ে মাথায় গুলি করলে ঘটনা স্থলেই তার মৃত্য হয়।
এ ঘটনায় নিহতের স্ত্রী শাহানারা বেগম পাংশা মডেল থানায় অজ্ঞাত আসামী করে মামলা করলে পুলিশ হত্যাকান্ডের সাথে জরিত এখন পর্যন্ত আট জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।