মোজাম্মেলহক, গোয়ালন্দঃ সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও সরাইলের প্রিন্সিপাল স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের প্রতিবাদে গোয়ালন্দে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়
রোববার ৩ জুলাই দুপুরে গোয়ালন্দ জামতলা ঢাকা খুলনা মহাসড়কের পাশে উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে ঘন্টা ব্যাপী মানব বন্ধন পালিত হয়। এতে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয়।
এসময় মানব বন্ধনে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মো.কাদের, হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস বেগম,দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, আক্কাছ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, উজান চর আলিয়া মাদ্রাসার সুপার মোজ্জাফোর হোসেন, সহকারি শিক্ষক আবুল কাশেম ও আবুল বাশার প্রমুখ।