Wednesday, January 22, 2025

শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি র‍্যাবের হাতে গ্রেপ্তার

রাজবাড়ী জার্নালঃ  রাজবাড়ী জেলার বালিয়াকান্দী এলাকায় চাঞ্চল্যকর ১২ বছর বয়সী নাবালিকা শিশু ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি সিরাজ শেখ’কে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব -১০।

৮ই এপ্রিল (সোমবার) দুপুর সোয়া ২টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুরের কোম্পানী অধিনায়ক, লেঃ কমান্ডার কে এম শাইখ আকতার ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে শিশুকে ধর্ষন করে পালিয়ে ছিলো সিরাজ শেখ (৫৫) । এ ঘটনায় ১লা এপ্রিল বালিয়াকান্দি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৯(১) ধারায় মামলা দায়ের করা হয়। বালিয়াকান্দি থানার মামলা নং- ০১ ।

গত ৭ই এপ্রিল আনুমানিক বিকেল ৩টার দিকে র‌্যাব-১০ এর দুইটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে বহরপুরের মৃত আঃ জব্বার শেখের ছেলে মামলার পলাতক প্রধান আসামি সিরাজ শেখ (৫৫) কে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার অপরাধ স্বীকার করেছে এবং গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here