Sunday, December 22, 2024

শেখ কামাল এর ৭২ তম জম্মবার্ষিকী উপলক্ষে গোয়ালন্দে আলোচনা সভা

রাজবাড়ীর গোয়ালন্দে জাতির পিতার জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২ তম জম্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা।
বৃহপ্রতিবার( ৫ আগস্ট) বেলা ১১ টার সময় গোয়ালন্দ প্রপার হাইস্কুলের মাঠ প্রঙ্গনে উপজেলা প্রশাসনের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন এর সঞ্চালনায়, আলোচনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজলা আ. লীগের সভাপতি মো. মোস্তাফা মুন্সী, আলোচকবৃন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম নার্গিস পারভিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা কমেন্ডার মো. সামাদ মোল্লা, উপজেলা আ. লীগের যুগ্মসম্পাদক ফকীর আজাদ হোসেন,সাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ, পৌর আ. লীগের সাধারন সম্পাদক মো. শফিকুল ইসলাম সুজ্জাল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুছ আলী মোল্লা প্রমুখ।
সে সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন,এ মাসটি শোকের মাস হওয়ায় আমরা কোন কেক কাটতে পারছি না। তাই অানুষ্ঠানিকতা স্বল্প পরিসরে জাতির পিতার জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এর প্রতি শোদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here