স্টাফ রিপোর্টারঃ শেখ হাসিনা যত অপকর্ম করেছে ভারত তাকে সমর্থন করেছে। নির্বাচন এলেই হাসিনাকে ভোট কাটার কৌশল শেখাতো প্রতিবেশী দেশ ভারত। শেষ পর্যন্ত তার এমন পরিণতি হয়েছে যে তাকে ভারতে পালিয়ে যেতে হয়েছে।
১৩ই ফেব্রুয়ারি ( বৃহস্পতিবার) বিকেলে গোয়ালন্দ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,রাজবাড়ী-০১ আসনের সাবেক এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ।
তিনি বলেন, জুলাই আগষ্ট এর ছাত্র-জনতার আন্দোলনের তোপের মুখে রান্না করা খাবার না খেয়েই তাকে চলে যেতে হয়েছে দেশ ছেড়ে ভারতে । শেখ হাসিনার বাবাকেও হত্যা করা হয়েছিলো। তিনি বাকশাল কায়েম করেছিলেন। তার কন্যা দেশে স্বৈরশাসন প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। কিন্তু ছাত্ররা কোঠা আন্দলনের মাধ্যমে দেশ থেকে তাকে তাড়িয়ে দিয়েছে। দিনের ভোট রাতে করে ,ভোট কেটে ক্ষমতায় টিকেছিলো আওয়ামীলীগ। যে অপকর্ম করেছে দেশে আওয়ামীলীগ ,তাই দেশে আওয়ামীলীগের রাজনীতি করার সুজোগ নেই । দেশের মানুষ আর তাদের চায় না। শেখ হাসিনার পাপের কারনে আল্লাহ তাকে এমন পরিণতির মুখে ফেলেছেন ।
আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখেছেন। তারেক রহমানকে দেশ থেকে বিতাড়িত করেছেন। এখন সময় এসেছে আমাদের নেতা তারেক রহমান কে দেশে ফিরিয়ে এনে তার নেতৃত্বে সুন্দর বাংলাদেশ গড়ার।
খৈয়ম বলেন, রাজবাড়ীতে কাজী কেরামত আলী ৬ বার ক্ষমতায় থেকেও রাজবাড়ী-গোয়ালন্দের কোন উন্নয়ন করতে পারে নাই। তারা ছাত্রলীগ-যুবলীগ দিয়ে একটা সন্ত্রাসী বাহিনী তৈরী করেছিলো। সরকারি চাকুরী দেওয়ার নাম করে লাখ লাখ টাকা ঘুষ নিয়েছে সাধারণ গরীব মানুষের থেকে । অনেকে জমি,বাড়ী বিক্রি করে তাদের টাকা দিয়েছেন।
রাজবাড়ীর মানুষের জন্য পদ্মা সেতু খুব দরকার । সুজোগ এসেছে নতুন করে সুন্দর দেশ গড়ার। ক্ষমতায় এলে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সহ গোয়ালন্দে দৌলতদিয়া পাটুরিয়ায় পদ্মা সেতু করার আশ্বাস দেন খৈয়ম।
জনসভায় বিএনপি নেতা নঈম আনসারী, মঞ্জুরুল আলম দুলাল, খায়রুল আনাম বকুল সহ গোয়ালন্দ উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।’