Wednesday, January 22, 2025

শেয়ালে টানাটানি করছিলো নারীর মরদেহ

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পদ্মা নদীতে অজ্ঞাত (৪০-৪৫) বছরের মহিলার মরদেহের সন্ধান পাওয়া গেছে। আজ শুক্রবার বিকাল ৫ টার দিকে এ মরদের সন্ধান পাওয়া গেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেছো বাহাদুরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসারদয়।

জানা যায়, পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের হেনা পার্ক থেকে স্থানীয় কয়েকজন পদ্মার চরে ঘুরতে যায়। এসময় পাংশা উপজেলার শেষ প্রান্তে পদ্মার নদীতে মাছ মাড়তে এসে কয়েকটি শিয়ালকে কিছু একটা টানাটাকি করতে দেখে। কাছে এগিয়ে দেখেন ৪০-৪৫ বছর বয়স্ক এক ব্যক্তির মরদেহ টানাটানি করছে শিয়াল। এ সময় তারা ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেয়।

স্থানীয় রাকিব ও আশিক জানান, তারা ৪-৫ জন পদ্মার চরে মাছ মাড়তে গিয়ে অর্ধগলিত অবস্থায় একজন মহিলার মরদেহ শিয়ালকে টানাটানি করতে দেখে। পরে ৯৯৯ এ ফোন করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে যায়। মরদেহটি সম্ভবত কোনো জায়গা থেকে নদীতে ভেষে এসেছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার বাহাদুরপুর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) সাদেকুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে একটি অর্ধগলিত মরদেহ দেখতে পাই। এখনো ঘটনাস্থলে অবস্থান করছি। পাবনা নৌ-পুলিশকে খবর দেওয়া হয়েছে। নৌ-পুলিশ ঘটনাস্থলে আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মরদেহটি ৪০-৪৫ বছরের একজন মহিলা মানুষের হবে। গায়ে একটি সোয়েটার রয়েছে। এক হাতে একটি চুরি আছে। নিউজ লেখা পর্যন্ত ঘটনার নাম জানা যায় জায়গাটির নাম বাহাদুরপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর মৌজার মধ্যে পড়ে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here