Wednesday, July 16, 2025

শ্বশুরবাড়ি নিয়ে যা লিখলেন তাসনিম জারা

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডাঃ তাসনিম জারা তার নিজের ফেসবুক আইডিতে নিজের শশুর বাড়ী ও রাজবাড়ীর একটি প্রসিদ্ধ মিষ্টির দোকানের সামনে দাঁড়িয়ে তোলা ছবি দিয়ে সেই মিষ্টির দোকানের প্রশংসা করেছেন । আগামী ১৭ই জুলাই জাতীয় নাগরিক পার্টির রাজবাড়ীতে পদযাত্রায় থাকবেন তিনি ।

ফেসবুকে তিনি লিখেন-

রাজবাড়ি আমার শ্বশুরবাড়ি, মানে আমারও বাড়ি। ঢাকার পরে এখানেই আমার সবচেয়ে বেশি স্মৃতি জমে আছে। পদ্মার নৌকায় ইলিশ কিনেছি, বরাট বাজার থেকে গুদারবাজার ঘুরেছি মোটরসাইকেলে, দৌলতদিয়া থেকে কিনেছি নদীর টাটকা মাছ। নির্মল মিষ্টান্ন ভাণ্ডারের চমচম এখনো ভুলতে পারি না।

এবার ফিরছি আরেক রকম ভালোবাসা নিয়ে। জুলাই অভুথানের নেতাদের সাথে নিয়ে।

১৭ জুলাই, বিকেল ৩টায় আমাদের পদযাত্রা পৌঁছাবে রাজবাড়ি রেলগেঁটে।

জুলাইয়ের ১ তারিখ থেকে আমরা হাঁটছি। দেশের নানা প্রান্ত ঘুরে দেখেছি। এই দেশ কতটা সম্ভাবনাময়, তা নতুন করে মনে হচ্ছে প্রতিটি দিন।

রাজবাড়িতেও আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া নাহিদ, হাসনাত, সারজিস, নাসির, আখতার, তারা সবাই থাকছে।

যদি সময় হয়ে ওঠে, তাহলে চলে আসুন। দেখা হচ্ছে।”

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here