Friday, May 2, 2025

শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় ইসলামি শ্রমনীতির বিকল্প নাই – ইসলামি শ্রমিক আন্দোলন

প্রেস বিজ্ঞপ্তি:
রাজবাড়ী :

আজ ১লা মে’০২৫, বৃহস্পতিবার আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ী জেলা শাখায় বর্ণাঢ্য র‍্যালি, সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, “এই ঐক্যবদ্ধ কার্যক্রম আমাদের ভবিষ্যৎ পথচলায় আরও গতিশীলতা আনবে এবং শ্রমজীবী মানুষের ন্যায্য দাবি আদায়ে আমাদের আন্দোলনকে আরও শক্তিশালী করবে, ইনশাআল্লাহ।”
আগামী দিনগুলোতেও একই ধারাবাহিকতায় সংগঠনের কার্যক্রমকে জোরদার করতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য মুহাম্মদ আ:রহিম আল মাহমুদ সুমন, শ্রমিক-জনতা সমাবেশে বলেন, ইসলামী শ্রম আইন বাস্তবায়নে সামগ্রিক আন্দোলন করা ছাড়া শ্রমিকের সামনে আর কোন পথ নাই। ইসলামী শ্রমিক আন্দোলন সেই পথেই হাটবে; ইনশাআল্লাহ।

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি বলেন, “আন্তর্জাতিক শ্রমিক দিবস কেবল একটি দিন নয়, বরং শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায্যতার প্রতীক। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শুরু থেকেই এই চেতনাকে ধারণ করে শ্রমজীবী জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। এবারের দিবস উপলক্ষে দেশব্যাপী যে উদ্দীপনা ও অংশগ্রহণ আমরা দেখেছি, তা অত্যন্ত আশাব্যঞ্জক ও অনুপ্রেরণাদায়ক। উপস্থিত ছিলেন,ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য আ: রহিম আল মাহমুদ সুমন, ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি সাব্বির হুসাইন, ইসলামি আন্দোলন রাজবাড়ী জেলার সেক্রেটারি আরিফুল ইসলাম, ইসলামি যুব আন্দোলন রাজবাড়ী জেলা সভাপতি রফিকুল ইসলাম মিলন, ইসলামি ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার সহ সভাপতি সম্পাদক আবু রায়হান গিফারী, ইসলামি ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক আ:আলিম,ইসলামি যুব আন্দোলন রাজবাড়ী জেলার সাধারণ সম্পাদক বেলাল হুসাইন, কারী আবু ইউসুফ, ইসলামি শ্রমিক আন্দোলন রাজবাড়ী জেলা শাখার সেক্রেটারি মনজুরুল ইসলাম মন্জু সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here