Sunday, December 22, 2024

রাজবাড়ীতে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ-আহত ৫

স্টাফ রিপোর্টার ঃ রাজবাড়ীতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশে যাওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রæপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে ৫ জন বিএনপির কর্মী ও সমর্থক।
আহতরা হলেন, রাজবাড়ীর সদর উপজেলার খানখানাপুর সরদার পাড়া এলাকার রাজ্জাক শেখের ছেলে সিয়াম শেখ (১৫), মান্নান মোল্লার ছেলে মিশুক মোল্লা (১৬), মজিবর রহমানের ছেলে সুমন (১৬), রাকিব (২৬) ও ফরিদপুর জেলা শহরের পুর্ব খাবাসপুর এলাকার শহিদ মিয়ার ছেলে ফরহাদ মিয়া (২৮)। আহতদের মধ্যে রাকিব ও ফরহাদকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পরে গ্রামবাসী ও খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় ও ঘটনাস্থল থেকে ৫ টি মোটর সাইকেল উদ্ধার করে।
খানখানাপুর সরদারপাড়া এলাকার লোকজন জানান, গত বুধবার বিকেল ৩ টায় রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয় চত্বরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্দ্ধগতির প্রতিবাদে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপির দুপক্ষের মধ্যে দফায় দফায় হামলা ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ওই ঘটনার রেস ধরে বৃহস্পতিবার বেলা আড়াই টার দিকে খানখানাপুর সরদারপাড়া এলাকায় মোটর সাইকেল যোগে এসে যুবকরা বাড়ী ঘরে হামলা চালায়। এরপর শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে পুনরায় ১০-১৫ টি মোটর সাইকেল যোগে এসে হামলা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এর প্রতিবাদে গ্রামবাসী পাল্টা হামলা চালায়। এ সময় হামলাকারীরা ৫ টি মোটর সাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পরে খানখানাপুর তদন্ত কেন্দ্রের আইসি মোঃ শরীফুল ইসলাম ৫ টি মোটর সাইকেল উদ্ধার করে খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে আসে।
এদিকে হামলা ও সংঘর্ষের খবর পেয়ে আহত নেতাকর্মীদের দেখতে রাজবাড়ী সদর হাসপাতালে যান রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর-রশিদ, জেলা বিএনপি’র অন্যতম নেতা রেজাউল করিম শিকদার পিন্টু, এ্যাডভোকেট কামরুল আলম, মহব্বত আলী খোকন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান লিখনসহ নেতাকর্মীরা।
রাজবাড়ী জেলা বিএনপির আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, আমরা নেতাকর্মীরা একটি অনুষ্ঠানে ছিলাম সেখান থেকে মারামারির ঘটনা শুনে হাসপাতালে এসেছি, তবে এই ঘটনা আমাদের দলীয় কোন কোন্দল না। এটি ওই এলাকার অভ্যন্তরীন ঘটনা। এর দায়ভার আমাদের দলের না। যারা আহত হয়েছে তারা সকলে রাজবাড়ী জেলা বিএনপির কর্মী সমর্থক তারা কোন পদে নেই।
খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি মোঃ শরীফুল ইসলাম বলেন, গত বুধবার বিকেলে বিএনপি’র সমাবেশে রকি ও শরিফ নামের দুই জনের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। তারা দুইজন বিএনপির দুই গ্রæপের সদস্য। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার একবার বাড়িঘর ভাঙ্গচুর হয়েছে। শুক্রবার আবার দুই গ্রপের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে থেকে দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে আছে। এ ঘটনায় কেউ আটক হয়নি তবে অভিযান অব্যহত রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here