Monday, December 30, 2024

সতীর্থদের ভবিষ্যদ্বাণী সঠিক প্রমাণ করতে পেরে খুশি ফারজানা

ঢাকা : সতীর্থদের ভবিষ্যদ্বাণীকে সঠিক প্রমাণ করতে পেরে খুশি আন্তর্জাতিক ক্রিকেটে দেশের প্রথম সেঞ্চুরিয়ান হিসেবে নজির গড়া ফারজানা হক পিংকি।

এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে  প্রথম সেঞ্চুরি পিংকি (ফারজানার ডাক নাম) করবেন বলেই  বিশ^াস ছিল তার সতীর্থদের।

ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করে ১০৭ রানের ইনিংস খেলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নাম লিখেন ফারজানা। যদিও এটি জয়ের জন্য যথেষ্ট ছিলো না। কিন্তু শক্তিশালী ভারতের বিপক্ষে হাল ছাড়েনি বাংলাদেশ। হার এড়াতে শেষ পর্যন্ত লড়াই করেছে তারা। শেষ পর্যন্ত ভারতকে ম্যাচটি টাই করতে বাধ্য করে এবং ট্রফি ভাগাভাগি করে নেয় বাংলাদেশ। এই ট্রফি ভাগাভাগিও বাংলাদেশের জন্য জয়ের সমান।

ফারজানা বলেন, ‘টুর্নামেন্টের শুরুতেই  আমি বুঝতে পেরেছি ভাল ছন্দে আছি ্আমি এবং আমার শুরুটাও ভাল হয়েছে।  আমার সব সতীর্থরা সবসময় বলে আসছে  কেউ যদি সেঞ্চুরি করে, তাহলে সেটা হবে পিঙ্কি। এটা সঠিক প্রমাণ করতে পেরে আমি খুশি।’
তিনি আরও বলেন, ‘ লম্বা ব্যাটিংয়ের পরিকল্পনা আমার ছিল এবং সেটা করতে পারলে  ২৩০ রান করা সম্ভব। আমার সেঞ্চুরি কোন বিষয় না, দলের রান পাওয়াটাই গুরুত্বপূর্ণ ছিল। আমি শুধু বল বাই বল খেলেছি।  ব্যাটিং করাটা আমি বেশ উপভোগ করি।  দুর্দান্ত একটা সুযোগ ছিল এবং সেটা কাজে লাগাতে পেরে  আমি খুশি। আমার বন্ধুরা এবং পরিবার সবসময় আমাকে সমর্থন করেছে এবং এজন্যই আমি এমন ব্যাটিং করতে পেরেছি। শুধু আমি নই, দলে অনেক ভালো ব্যাটার আছে যারা আমার থেকে ভালো করতে পারে।’
৫ থেকে ১০ রান বেশি করতে না পারার আফসোস আছে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানার। যা করতে পারলে ম্যাচ জয়ের ভালো সুযোগ থাকতো স্বাগতিকদের। ৪ উইকেটে ২২৫ রান করে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ৮ উইকেটে ২৩৪ রানের পর ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রান বাংলাদেশের।
নিগার বলেন, ‘অবশ্যই, এটি একটি দুর্দান্ত ম্যাচ ছিল, দারুন অভিজ্ঞতা অর্জন করেছি। এটি আমাদের সহায়তা করবে। যখন আমরা টস জিতেছিলাম আমরা লক্ষ্য ছিলো ২৩০ রান। পিংকি সেঞ্চুরি পাওয়ায় খুশি। দিন শেষেও মনে হয়েছে আমাদের ৫-১০ রান কম ছিলো। মেয়েরা যেভাবে লড়াই করেছে, সেটি অবিশ^াস্য ছিলো।’
তিরি আরও বলেন, ‘বৃষ্টির  পর আমরা দু’টি বিষয় নিয়ে আলোচনা করেছি। তাদের উপর চাপ প্রয়োগ করবে, নয়তো তারা করবে। নাহিদা সত্যিই ভালো বোলিং করেছে। এটি সব বোলারদের জন্যই দুর্দান্ত পারফরমেন্স ছিলো।’
ধারাবাহিকতা  অব্যাহত রেখে ক্রিকেট বিশ্বে নিজেদের শক্তিশালী দল হিসেবে প্রমান করতে চান নিগার সুলতানা  তিনি বলেন, ‘আমরা এই মোমেন্টামটা  এগিয়ে নিতে মুখিয়ে আছি। ব্যাটিং ইউনিটে আমরা সাধারণত ভেঙে পড়ি, কিন্তু এখান থেকে আমাদের সামনে এগিয়ে যাবার অনেক উপায় আছে। পুরো সিরিজ জুড়েই  দর্শক উপস্থিতিও  বেশ ভাল ছিল।’

সূত্রঃ ২২ জুলাই, ২০২৩ (বাসস)

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here