Wednesday, January 22, 2025

সন্তানকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করাই এই সরকারের উদ্দেশ্য -রাজবাড়ীতে শিক্ষা  উপমন্ত্রী

ইমদাদুল হক রানা ঃ সন্তানদেরকে পারিপার্শ্বিক শিক্ষা নিয়ে দক্ষতা অর্জন করতে হবে। শুধু পরীক্ষার ফলাফল ও চাকুরীর আশা না করে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা শিক্ষাবান্ধব সরকারের মূল লক্ষ্য একথা গুলো বলেছেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয়ের উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।

২৪ ফেব্রুয়ারী বিকেলে রাজবাড়ী জেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ে ২দিন ব্যাপী সুবর্ণজয়ন্তী উৎসবে বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এমএ হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন রাজবাড়ী ২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, এমপি, সালমা চৌধুরী রুমা, এমপি, অতিরিক্ত জেলা প্রশাসক সুবর্ণা রানি সাহা, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ হোসনেয়ারা খাতুন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ, ইউএনও রফিকুল ইসলাম, রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি মুহাম্মদ শাহিদুল ইসলাম রিপন, প্রধান শিক্ষক শেখ মোঃ ওয়াহিদুজ্জামান প্রমুখ।

রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয় ও প্রাক্তন সমিতির আয়োজনে “এসো মিলি প্রাণে প্রাণে, সম্প্রীতির বন্ধনে ‘ সুবর্ণ জয়ন্তীর আয়োজন করে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here